আপন আমি ভাবতাম তারে,
আমারে আপন ভাবিল না,
নদীয়ার রসমালাইর স্বাদ কি,
কাছে পেয়েও চুম্বন দিলো না।
আপন-আপন আপন আর,
আপন হইলি না,
আপন দঃখেই জীবন গেল,
বুঝেও বুঝিলে না।
আপন কাকে করিলাম আমি,
আপন সে কি আর হয়,
লোক চর্চা লোক নিন্দা করে যে,
তারে আপন ভাবতেও ভয় হয়।
আপন আপন কইরা আমি,
হইলাম জোয়ান থেকে বুড়া,
আজও তাঁকে দেখি যখন,
আপন বেগে মনটা দৌড়া।
আপন আপন কইরা করিলাম কত কি,
আপন কি আর সে আপন হল!
আপন তবু ভাবলাম আমি,
আপন কেমন পর হয়ে গেল।
আপন যে আর আপন বলতে কেহ,
আপন কেহ রইলো না ভবে,
আজ আছি কাল নাহি রব,
আপন কি হবে ভেবেছিলাম যবে!