আনমনা হয়েছি আমি অপেক্ষায় রোজ,
তুমার নাহি কোন খোঁজ,
কেহ পারে না মোরে দিতে বুঝ,
সকলেই বলে আমি ভালবাসাতে অবুঝ।
দিন যায় রাত হয় না পাই খোঁজ,
খবর আছে ঘরে,তার নাহি কোন বুঝ,
এইভাবে চলছে রোজ দিন ,
বল!অপেক্ষা আর কত দিন।
কখনো পারছি না তাকে ভুলিতে,
তুমি যদি মোরে একটু বুঝতে,
ধৈর্য হারা হয়ে আমি পাগলের মত,
অপেক্ষা করিবো বল আর কত!
হৃদয় মোর ছন্নছাড়া,
খুঁজছি তারে হয়ে দিশাহারা,
দেখা দাও মোরে তুমি একবার,
শুনবো কথা কোথাও ভুল হয়েছিল কি আমার।
ফাঁকি দিও না আর মোরে,
গেয়েছিলাম গান তুমার সুরে,
এতো সিক্ত মন তুমার জানা ছিল না,
ভুল হতেও পারে; কেন দেখা দাও না।
তুমি থেকে না লুকিয়ে কোন আবদ্ধ ঘরে,
মোর মৃত্যুও হতে পারে তুমার তরে,
দেখা দাও কথা বল মোর সাথে,
অপেক্ষার অবসান ঘটিয়ে থাকব তোমারি পাশে।