আমি রেখেছি জমা-
অনেক স্মৃতি,আকাশে মেঘ,যখন শুনবে স্মৃতি কথা, চাইবে বৃষ্টি,
ঢেলে দেব প্রাণ ভরে যতক্ষন ইচ্ছে না ভরে।
আমি রেখেছি জমা-
শ্রুতি মুধুর সঙ্গিত,বাদ্য যন্ত্র বিহীন ঝংকার,বিছানা ভরা তাজা ফুল,
যখন চাইবে শুনাব অনাবিল সুর,ভাসিয়ে দেব ফুলের মনোরম সৌরভে।
আমি রেখেছি জমা-
উদারতা, ভালবাসা, নিস্কলঙ্ক অধীর প্রেম সমুদ্র,
যখন ইচ্ছে জাগবে তলিয়ে দেব প্রেম যমুনার অতলে সাগরে,না পাওয়ার মত ঠাঁই।
আমি রেখেছি জমা-
সুন্দরতম সুবজ পরিবেশ,থাকবেনা খার,মিলবে অনাবিল উপভোগীয় বসন্ত আর বিশ্রাম,
যখন হৃদয়ে আসবে জাগবে কোন আকাঙ্খা আবদার ভরিয়ে দেব হৃদয় স্পন্দনে।
রেখছি সযত্নে অফুরন্ত ইচ্ছেশক্তি,
ভাসিয়ে দেব শুধু কর উক্তি,
পৃথিবীর কোনে কোনে রেখেছি,
অনাবিল উৎস,অনন্ত কুঠির,সাগরসম উৎকন্ঠা।
ভালবাসার অটুট বন্ধনে যদি হও আবদ্ধ,আস,ভালবাস।