আমি এসেছি একা,
পথ নাহি ম্যাপ থেকে বাঁকা,
পথের পথিক আমি থাকিব কিছুদিন,
আমি নাহি অনন্ত, নাহি নিরন্তর।
আমি এসেছি একা,
পথ ছিলনা কখনো সোজা।
আমি এসেছিলাম যে কাজে,
একদম ভাবিনি সব কাজ ছিল কি মোর বাজে,
আমি নাহি অনন্ত, নাহি নিরন্তর।
আমি এসেছি একা,
চলে যাব একদিন চিরদিন নাহি রব হেথা।
যদি কিছু রেখে যায় তবে কি মোর সঙ্গে যাবে সেথা,
আমি নাহি অনন্ত, নাহি নিরন্তর।
আমি এসেছি একা,
কিছু যদি রেখে যাই তবে অবশ্যই দেখা হবে সেথা,
যদি কিছু দিয়ে যায় তবে তাহা হবে পরিবর্তন,
স্বল্প পরিমান কিছু যদি রেখে যায় তবে হবে কর্ত্তন,
আমি নাহি অনন্ত, নাহি নিরন্তর।