শিক্ষক গুরু পিতামাতা সকলের সদ্-গুরু,
শিক্ষা,চেতনা,আচার-আচরণ সবই গুরুর শুরু।
সকলেই বুঝে আবার কেহ না! দোষ কাহার?
সমাজ,পিতামাতা,গুরুজন না ; শুধুই আধিক্ষেতার!
মানুষ হয়েছে অমানুষ পরিবেশ-সঙ্গ-গুণে!
মানে না আজ্ঞা করে অবজ্ঞা অমানুষ কাহার শুনে!
বেড়েছে অমানুষের কালোছায়া অন্ধভক্তি,
কাপুরষ,অসুর,অশিক্ষিত নরপশু করে উক্তি।
শিক্ষক,কবি,মহাপুরুষ,মুনি-ঋষির গল্প,
অমানুষকে বুঝালেও বুঝবেনা সামান্য বা অল্প।
কাগজপত্রে শিক্ষিত হলেই হয় না শিক্ষক,
জ্ঞানহীন শিক্ষিত হয়েছে আজ রক্ষক-ভক্ষক।
আচার-আচরণ হিংস্র পশু জানেন না করিতে সন্মান,
অশিক্ষিত হলেও করবেনা কভু শিক্ষকের অপমান।
কাহার শিক্ষায় হলে শিক্ষিত!কর কাহাকে অপমান?
পিতামাতাও আজ লজ্জিত সন্তান হয়েছে বেইমান।
জাতপাত-ধর্ম করেননি বেধাবেদ দেয়েছিল শিক্ষা, অমানুষের কাছে আজ নতজানু চায় প্রান ভিক্ষা!