আতরের গন্ধে মোহিত,
ভাষাতেই হতচকিত,
ভালো মন্দও নয়,
তাইতো ভয়ও হয়।

ধর্ম বল আর কর্ম,
এক সারিতেই চলে,
জোরপূর্বক হয় না কিছু,
মুরুব্বিরাও বলে।

তুমি বল ভাইভাই,
সন্দেহ কিছু নাই,
মুখেমুখে হয় না কিছু,
ময়দানেও থাকা চাই।

ব্যভিচারী সংখ্যা বেশি,
হিসাব কর কি তুমি!
নামেই আছে কাজে নাই,
ভাগ হল মাতৃভূমি!

আচারে বিচারে সেরা,
মানুষের নাই বৈশিষ্ট্য,
লোভ লালসা আছে মনে,
অমানুষ হয় কি শ্রেষ্ঠ!