একরাশ ভালবাসা জলে মাছের বাসা,
স্বপ্ন স্বার্থপর হয় কি পূরণ মনের আশা,
তবুও হৃদয় ছটফট শীতে কুড়ায় শিউলি ফুল,
রাধিকার আশায় কৃষ্ণ বসে থাকে বৃক্ষে বকুল।
কৃষ্ণচুড়ার ডালে মুরলী হাতে সদা কৃষ্ণ,
হৃদয়ে জুড়ে টান শুধুই আশা সামান্য উষ্ণ,
প্রেমের আকুতি আর্তনাদ শুনায় বাঁশরির সুরে,
দেখা একটু নিখুঁত প্রেম ঘুম ভাঙে নিত্য ভোরে।
খাদ নেই অপার প্রেমে আশা বাঁধে নিঝুম বুকে,
পেটে নেই খিদে হৃদয় ছটফট ঘুম নেই চোখে,
স্বার্থক জলাঞ্জলি শুধু প্রাণে সঞ্চিত সুপ্ত আগুন,
বেলা বয়ে যায় তাহারি আশায় মননে শুধুই ফাগুন।