ওগো মোর প্রাণের সখা,
আছো কি তুমি ভালো,
অন্ধকারের পরে একটু খানি,
দিয়েছিলে আমায় আলো।
কেন যে আজ মুখ ফিরিয়ে নিয়েছ,
বল কি দোষ ছিল মোর,
ব্যথিত হৃদয় ভালোবেসে যাবে নিরন্তর,
কখনো খাটাবো না জোর।
কি ছিল ভুল প্রাণের সখা,
মন খুলে কিছু বল,
ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে,
শুন্য হল চোখের জল।
কি হল এমন কিছু বল সখা,
তাহা কি বলিতে পার না,
বিরহে জর্জরিত ক্ষুদ্র হৃদয়টি,
তোমায় ভুলিতে যে পারে না।
ভালোবেসে যদি থাকো একটু সখা,
করা যায় না কি ক্ষমা,
যদি না পাই তোমায় প্রাণের সখা,
হৃদয়টুকু রেখে যাব জমা।
করিনি জেনে এমন কিছুই সখা,
হতে পারে কোন ভুল,
হৃদয়খানি আজও আগের মতোই,
কোথাও হয়েছে গন্ডগোল।
ফিরে কি আসা যায় না সখা,
আজও রয়েছি অপেক্ষায়,
আজও জানি না হলো কি ভুল,
জবাবের আছি প্রতিক্ষায়।