শক্তি থাকে যৌবনে, বৃদ্ধ হলে নয়,
সময় থাকে না স্থির তবু থাকে না কেন ভয়!

রসের রস খেজুর গাছে মিলে শীত কালে,
তুফান বৃষ্টি একত্রে মিলবে শুধু বর্ষাকালে।

মিথ্যুকরা থাকে সদা সাধু সাধু বেশে,
বুঝার উপায় থাকেনা, ধরা পরে শেষে!

কেন তব অহংকার বাপু, কেন খোঁজ জয়,
পাপের হিসাব পাপী দেবে,নিশ্চিত হবে ক্ষয়।

পাহাড় পর্বত দিনে দিনে হয় অবক্ষয়,
কোথায় করি অবহেলা কোথায় করি সঞ্চয়।

হিসেব শুধু লেখা রয় বদ্ধ হিমঘরে,
অহেতুক গরিমা কেন ভুবন পরিসরে।

সকাল সকাল হও বাপু সত্যবাদী যুধিষ্ঠির,
দেহখানিও মাটি হবে কিছুই  রহিবে না স্থির।