শুনেছ কি তোমরা!
ঐ গ্রামে জ্যোতি দাদু নামে বৃদ্ধ লোক থাকে,
সে নাকি প্রতিদিন খায় ভাত হাত দিয়ে মাখে।

আরো শুনেছো কি তোমরা!
দাদুর খিদে পায় সারাদিন না খেলে,
দাঁতগুলি না থাকলেও চিবিয়ে খায় কিছু পেলে।

যা তোমরা কখনো শোনোনি!
দাদুর মাথায় ধবধবে সাদা চুল নাক দিয়ে জল গিলে,
চক্ষু নাকি এমনিতেই বোঝে তেমনি ঘুম পেলে।