দেশে আছে অনেক ধর্ম,
ধর্মের থাকবে স্কুল,
শুধু ওয়াকফ বোর্ড,মাদ্রাসা কেন ভাই!
দেশের আইন কি ভুল?

দেশে আছে হরেক বোর্ড,
সোনাতনি হিন্দু বোর্ড ও পাঠশালা নাই,
ওয়াকফ্ বোর্ড ও মাদ্রাসা থাকবে যদি,
সোনাতনি হিন্দু বোর্ড ও পাঠশালা গড়া চাই!

ওয়াকফ্ বোর্ড বাতিল হোক,
মাদ্রাসা হোক বন্ধ,
সোনাতনি হিন্দুর বেলা কিছুই নাই,
বুদ্ধিজীবী কালা অন্ধ।

দেশে আছেন বুদ্ধিজীবী,
আওয়াজ তুলছেন না কেন?
মন্ডা মিঠাইর আশা করে,
ভুলে গেছেন যেন!

আওয়াজ করুন জড় উঠুক,
ঐক্যবদ্ধ ভাবে,
আইনের হোক সংশোধন,
প্রান গেলে যাবে।

আইন আছে আদালত আছে,
দেশের আছে সংবিধান,
সবার চাই প্রাপ্য মৌলিক অধিকার,
সংবিধান মেনে যেন করেন প্রদান।

বন্ধ হোক নয়ত চালু হোক,
আন্দলোনে নামুন তাড়াতাড়ি,
দেখবো এবার আসল নকল খেলা,
কাহার গদি টলমল কাহার পাল্লা ভারি।