শিক্ষক মোদের উত্তম গুরু,
আক্ষরিক জ্ঞান দিয়ে করেন শুরু।
অজ্ঞানিকে জ্ঞান দেওয়া শিক্ষকের কাজ,
পিতামাতার কখনো থাকে না দুঃ চিন্তার ভাজ।
আজ কেন শিক্ষকের এতো অপমান,
ছাত্রছাত্রী ভাবছে চোর বাটপার শিক্ষক সমান।
অন্ধকার জগৎ থেকে আলোর দিশারি,
গুরু বা শিক্ষক হচ্ছেন মুল কান্ডারি।
ছাত্রছাত্রীর আজ কেন এত অধঃপতন,
পিতামাতাও কি সংস্কারী শিক্ষা দেননি করে যতন!
শিক্ষা গুরুর মান ইজ্জত করিলে ধূলিস্যাৎ,
দেশ আজ রসাতলে করিবে সব আত্মসাৎ।
আজ কেন করিলে এত অপমান! নাহি করিলে বেশ,
ভাবলে কেমন করে তোরা পরিচালনা করিবে দেশ?
শিক্ষক হল সমাজের মুল মেরুদণ্ড,
অপরাধ না করেও ভোগ করিল দন্ড।
স্কুল কলেজ কবিগুরুর মুখে মারিলো তালা,
আবার গুরু দক্ষিনা হিসাবে দিল জুতোর মালা।
দেশ বিদেশে ছিঃ ছিঃ রব হেঁট হলো মাথা,
স্বর্নাক্ষরে ইতিহাসের পাতায় রহিবে গাঁথা।
মানে না যারা শিক্ষক কবি গুরু,
অপেক্ষা আর কিছুদিন অধঃপতন শুরু।