আজ আর নেইকো মানুষ,
সার্থপরে ভরপুর,
অর্থ ছাড়া কিছু বুঝে না,
হরেক রকম জচ্চুর।
ভালবাসায়ও স্বার্থ খুঁজে,
দুনিয়ায় কি রকমের মানুষ,
দুঃখের সময় সুযোগ চায়,
এতো মানুষ নয় বটে অমানুষ।
মানুষ চেনার নেইকো শিক্ষা,
কি করে যে বুঝি তারে বল!
আপন ভেবে সুখ দুঃখ শেয়ার করে,
আত্মহত্যা করে খেয়ে বিষ যুক্ত জল।
মনের দুঃখ মনেই থাক,
আপন বলতে জগতে কে আছে ভাই!
দুঃখ কষ্টের জীবন মোদের,
সহ্য করে দিন কাঁটায়।
রাম সুন্দর বসাকের বাল্য শিক্ষা,
ভুলে গিয়েছে কি ভাই!
তাইতো আজ মানুষরূপি জানোয়ার,
দুনিয়ায় আদর্শ শিক্ষা নাই।