ভারতীয় কবি পরিতোষ ভৌমিক মহাশয়ের ডাকে সাড়া না দিলে এই যাত্রায় বাংলাদেশে গমন এবং আন্তজার্তিক কবি সন্মিলন যোগদান করা কখনো আমার সাধ্য হত না।বাংলাদেশে গমন এবং আন্তজার্তিক কবি সন্মিলন যোগদানের ফলে বাংলাদেশের অনেক সনামধন্য কবিগনের সহিত সাক্ষাত হওয়া,আলাপ আলোচনা করা ও শুনা,কবিগনের পাশাপাশি অবস্থান সহ কবিগনের
কন্ঠে কবিতা,আবৃত্তি শুনা সবগুলো মিলে সত্যি আমি খুব ভাগ্যবান মনে করি।কবিগনের সান্নিধ্য লাভে আমার যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে,যা কোনদিন কল্পনাও করিতে ভয় লাগে।সত্যি কথা বলতে কি অন্তত আমার মত সাধারণ ব্যক্তিকে কেহ কবি বলিয়া সম্বোধন করিবে এটা আশাতীত ছিল।

    
  অতিব দুঃখিত আমি এই কারনে যে,কবি পরিতোষ ভৌমিক মহাশয় দু-দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং ডাক্তারবাবু রীতি নিয়ম মানতে গিয়ে আজ গৃহবন্দী।যদিও শরীর সুস্থ রাখতেই ডাক্তারবাবুর এই পরামর্শ।যে মানুষটার কারনে আমার সুপ্ত প্রতিভার বিকাশ হয়েছে তাহার সহিত পূর্বের ন্যায় আর মেলামেশা,কথাবার্তা ও ঘুরাফেরা হয় না।মাঝেমধ্যে দেখা এবং ফোনালাপ হয়ে থাকে।

   ভারতীয় কবি পরিতোষ ভৌমিক মহাশয় সহ বাংলাদেশের সমস্ত কবিগন যারা আমার সুপ্ত প্রতিভার পুনঃ বিকাশ ঘটিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।