কলিকাতা দিল্লি মনিপুর অভয়ার উপর কতকি কান্ড,
কখনো ধর্ষন,উলঙ্গ করে হাঁটানো দেহ ফ্রিজ খণ্ডখণ্ড।
ডাক্তার,ইঞ্জিনিয়ার,পুলিশ,উকিল,নেতা থাকে যুক্ত,
পায় কি বিচার ভিকটিম!আসামি হয়েও সনাক্ত!
দায়ী কে?রাজনীতি,চেয়ার,দম্ভ না টাকা ওফ্!
সকলেই প্রত্যক্ষ সাক্ষী কিন্তু থাকেন নিশ্চুপ।
আইন কলাপাতা টাকায় কি শেষ কথা!
কন্যা শ্রী,লক্ষি ভান্ডার কি দরকার; সবই বৃথা!
দেশের নারীরা আজ নয় সুরক্ষিত,
অভিযুক্ত সদা অক্ষত আইনিভাবে দায় মুক্ত।
অভিজ্ঞ বুদ্ধিজীবী মুখে কুলুপ,কালা অন্ধ,
কেঁচো খুঁড়তে কেউটে বেরুবে,মিলবে আসল ছন্দ!
সমাজ আজ লজ্জিত,কুলষিত দেখ কাপুরুষের দল,
পরুষ তোমরা!মা-বোনেরা ফেলেছে অশ্রু জল।
ভেবেছ কি!পার পেয়ে যাবে?
জেগে ওঠেছে অসুর নাশিনী দুর্গা,লক্ষী বাঈ!
জ্বড় উঠেছে চৌদিকে,জেগেছে তৈরি খর্গ হাতে,
ধংস অনিবার্য পরে গিয়েছ যে ফাঁদে।
ছিঃ! ছিঃ! ছিঃ! ওহে নরখাদকের দল,
বার বার দেখাস কেন অভয়া দুর্বলের উপর বল!
সঙ্গ দিচ্ছে কতশত স্বার্থপর নারী-পুরুষের দল,
মানুষরূপে পশু তোরা,এবার বাঁচাবে কে বল্!