কোন কলমে লিখেছ বিধি দুঃখ আমার,
কলমে কি ছিল না কালি একটু সুখ লেখার।
বিধি একটু দয়া কি হলো না তুমার মোর উপরে,
দুঃখের দুঃখী কপাল আমার মায়া নাই অন্তরে।
চার দিকটা মোর আঁধার কালো আলো নাই চোখে,
ক্ষনিকের জন্য মায়া হলো না তাকিয়ে মোর মুখে।
চাইতে যদি বদনটাতে দয়া থাকিত না বুঝি কপালে,
কেন যে পাঠালে ভবে বুঝিনি শুধু মোরে ঠকালে।
ফিরে আসার সময় হলো প্রভু তুমার চরন তলে,
অভাগা ভেবে স্থান দিও ক্ষনিকের জন্যও পদতলে,
মানুষ হইবার আসা ছিলো ক্ষুদ্র ভবের বাজারে,
অমানুষের চক্করে সর্বস্ব হারিয়ে ফিরছি মাঝারে।
উদ্দেশ্য এক নাম ভিন্ন ডাকে কাতর সুরে প্রভু,
হানাহানি মারামারি তুমার নামেই বুঝে না কভু,
দয়া নাই মায়া নাই মানুষরূপী জানোয়ার ঘেড়া,
শুধুই ভাগাভাগি যত বিছাও কাঁটা তারের বেঁড়া।
চাঁদ সূর্য বায়ু অগ্নি গাছ পশুপাখি মানুষ তুমারই সৃষ্টি
বুঝে না অমানুষ গুলি হারিয়েছে মানবিকতার দৃষ্টি,
এতো কেন হিংসা প্রভু সৃষ্টির অভূতপূর্ব সংসারে,
বোধশক্তি দাও হে পরমেশ্বর অভাগা সন্তানেরে।