কয়দিন আর বাকি শারদীয় দুর্গাপুজো,
বিউটি পার্লারে করবে সবাই সাজুগুজু,
জানি না বুঝি না চাই নতুন করে সাজ,
কর্তা বাবু খায় হাবুডুবু মনে চিন্তার ভাজ।
বার মাসে তের পার্বন হয় কি সম্ভব,
যাইহোক কর পূর্ণ হোক যত অসম্ভব।
করবে পকেট ফাঁকা দেখবে না চেয়ে,
কাহার কি লাগবে ভুলে যায় সবকিছুই পেয়ে।
সুকেশ ভর্তি হবে না তবু চাই বছরে একবার,
চাহিদা মেটাতে হিমসিম ভুলে যায় নিজের দরকার।
ছেলে-মেয়ে, মা-বোন,শালা-শালি, শ্বশুর-শ্বাশুড়ি,
সবাই পেলে বাবা স্বামী দুলাভাই জামাই আদুরী,
কত কি চাহিদা মাথা ঘুরে চড়াক বাজি,
মিটেনা অফুরন্ত আবদার তবু থাকে কর্তা রাজি।