নাচে দরোজার ভাঙা কপাট বাতাসের ঘায়ে দেখবে
ভগ্নহৃদয়কে দেখবে না জয়ে, না পরাজয়ে দেখবে
শিশু পাঠে ও সংবিধানে শুনো নিপীড়িতের জয়গান
আর সে মধুর অনলবাণ ভোরে সূর্যোদয়ে দেখবে
লহুতে রচা হয় অন্তর নিংড়ে, কান্না হয়ে ঝরে
কালিতে যায়না লিখা যে গযল, কী করে সে ছুঁয়ে দেখবে ?
যে রাস্তা চঞ্চল আজ, নয় কেউ নিশ্চল সেখানে
সমুখে তাকে ব্যস্ত মণি-কাঞ্চন সঞ্চয়ে দেখবে
মিলিয়ন ডলার যে রূপের ঝলক, আমি তাকে দেবো কী?
দুকড়ির শায়েরের শের উপহার কি সে চেয়ে দেখবে?
ক্ষীণ আলপথে গাইবে কে হুদি সঞ্চালনের তারানা?
বৈভবশূন্য তারানাকে রাহি কোন পরিচয়ে দেখবে?
মনসুর, ডুবে ভেসে উঠলো দুর্ভাবনাকে ধরে হাত
মাহফিলে না হলে সাক্ষাৎ, তারে কোথায় গিয়ে দেখবে?
(গযলের আঙ্গিক- মাতলা, মাকতা, রাদিফ, কাফিয়া, বেড়- মেনে লেখা কবিতা)