আল্লামা ইকবালের গজল ---
"সিতারোঁ সে আগে জাহাঁ আওর ভি হে"
ভাষা - উর্দূ; কাব্যগ্রন্থ - বালে জিব্রীল
কাব্যানুবাদঃ ওবায়দুল্লাহ মনসুর
--------------------------------
তারকা সমুখে ভাসছে দুনিয়া অনেক অনেক
এখনো যে বাকী প্রেমের পরীক্ষা অনেক অনেক
সরল পথে এ জীবন ব্যর্থকাম হবার নয়
এখানে চলার তৈরী কাফেলা অনেক অনেক
আয়েশী হয়োনা সময়ের রূপ ও গন্ধে ভুলে
পুষ্পিত বন ও বসত-ভিটা অনেক অনেক
হারিয়ে গিয়েছে এক সুখ-নীড়, সেই বিষাদ?
অভিযাত্রার সাথি সরব-কান্না অনেক অনেক
ঈগল তুমি, উঁচুতে, ডানা-মেলা তোমার শান
তোমার সামনে আকাশ খুলা অনেক অনেক
এই দিন-রাত্রিতে ফেঁসে যাওয়া নয় মঞ্জিল
তোমার দিন-ক্ষণ, পথযাত্রা অনেক অনেক
হারানো দিনের হাহাকার ছিলাম আমি সভায়
এখানে এখন আমার বারতা অনেক অনেক
--------------
মূল উর্দূ গজল
সিতারোঁ সে আগে জাহাঁ আওর ভি হে
আভি ইশক কি ইমতেহাঁ আওর ভি হে
তাহি যিন্দেগী সে নেহি ইয়ে ফাযায়েঁ
ইহাঁ সায়কড়োঁ কারভাঁ আওর ভি হে
কানাত না কর আলমে রঙ ও বুঁ পর
চমন আওর ভি, আশিয়াঁ আওর ভি হে
আগর খো গায়া ইক নশিমন তো কিয়া গাম
মাকাম্মাতে আহ ও ফুগাঁ আওর ভি হে
তু শাহিঁ হে, পারওয়ায হে কাম তেরা
তেরে সামনে আসমাঁ আওর ভি হে
ইসি রোয ও শব মে উলাজ কর না রহ যা
কে তেরে যামান ও মাকাঁ আওর ভি হে
গায়ে দিন কি তানহা থা মেয় আঞ্জুমান মে
ইয়াহাঁ আব মেরে রায-দাঁ আওর ভি হে
-------------