ক্বাসেদ কে আ'তে আ'তে খত এক আওর লিখ রাখু
কাব্যানুবাদ
——————

স্বভাবে আগুন জ্বলে প্রজ্বলনে লেলিহান-শিখায়
কাফের হবো যদি না শান্তি মেলে ভবযন্ত্রণায়

কী বলবো, কবে থেকে বাস এই গোলমেলে দুনিয়ায়
বিরহ রাতের জাবেদাটি রাখো আনমনে তাকিয়ায়

তার আসার পথ চেয়ে হয়নি শয়ন জীবনভর
আসবে বলে, যে এসেই, ফেরার হয়েছে কল্পনায়

পিওন আসতে আসতে এক নয়া চিঠি লিখে রাখবো
আমি জানি প্রতিউত্তরে বন্ধু কী লিখবে হেলায়

তার আড্ডায় কবে কীভাবে ধরেছিলাম সুরা-জাম!
কে জানে আজ সাকি কিছু কি মিশিয়ে দিয়েছে পেয়ালায়!

'গালিব' ছেড়েছি শারাবকে, ফের্ আজি কখনো কখনো
পান করি বাদল-দিনে ও জোছনা-রাতে পূর্ণিমায়!

——————-

মিলতি হে খু-এ-ইয়ার সে নার ইলতিহাব মে
কাফির হু গর্ না মিলতি হো রাহাত আযাব মে

কব সে হু, কিয়া বাতাউঁ জাহান-এ-খারাব মে
শব হায়ে হিজির কো ভি রাখু গর্ হিসাব মে

তা ফির্ না ইন্তেযার মে নিন্দ্ আয়ে উমর ভর্
আ'নে কা আহাদ কর্ গায়ে আয়ে জো খাওয়াব মে

ক্বাসেদ কে আ'তে আ'তে খত এক আওর লিখ রাখু
মেয় জানতা হু জো ও লিখেঙ্গে জওয়াব মে

মুঝ তক্ কব উনকি বযম মে আ'তা থা দওর-এ-জাম
সাক্বি নে কুচ্ মিলা না দিয়া হো শারাব মে

'গালিব' ছুটি শারাব পর্ আব ভি কভি কভি
পীতা হু রোয-এ-আবর-ও-শব-এ-মাহতাব মে