প্রজ্ঞার বধ্যভূমি বন্ধুর শহর
ভালোবাসি বলে তারপর একদিন মরে বুত হয়ে যায়
লিখে লিখে বাংলাদেশী বহুদূর আপ্লুত হয়ে যায়
কোথায় গড়বে সোনার বাংলা, সেই ছেলে আজ বিভূঁইয়ে!
ঘর-কাজ-সমিতি-ঘর এক বিরামহীন উট হয়ে যায়
সব ছেড়ে ডিজিটাল এক দিলাম ভোট তসবিরময়ী
চেতনালোকে দেখি সংখ্যাতত্ত্ব নীরবে ব্রুট হয়ে যায়
বুড়িগঙায় ধূঁয়া ওঠে, ঝড় বয় নিউইয়র্কে-বোস্টনে
গড়তে গড়তে প্রতিরোধ হৃদয়-মন বালাকোট হয়ে যায়
শকুনি পেয়েছে দখল; প্রজ্ঞার বধ্যভূমি বন্ধুর শহর
কবিতার অনাবাদি বনস্থল সেই ফাঁকে লুট হয়ে যায়
ভেবনা 'রজ্জুধারী', নেই কষ্ট তোমার আর স্বহননের
এক ফাঁসির কাষ্ঠ উঠাবে বলে তারা মহাজোট হয়ে যায়
(গজল আঙ্গিকের কবিতা)