অর্ধাঙ্গিনী
প্রথম ভালোবাসার দ্বন্দ্ব লাল এক ফল;
দয়িতাকে চায়নি হারাতে প্রথম যুবক।
সরিসৃপ ভেকবাসে প্রেমই হয়েছে পাবক!
না হলে হতে পারতো ইবলিসী লীলা নিষ্ফল।
বলা হয় নর নয়, রমণীর কর্ম-কুফল
অতি লোভে তাঁতি নষ্টের শক্ত সবক;
প্রভু ছাড়া মরিতে লোকেরাই নামায় মড়ক।
ফলের রহস্য এভাবে হ'লো থিসিসে প্রবল।
ভবে ঈমান ও কুফরের দ্বন্দ্ব চিরকেলে
এ সত্য পার্থিব জেনে হতে মৃত্যুঞ্জয়
সান্নিধ্য চেয়েছিলো দুজনে তাগুত পরের,
কাছে ঘেঁষা বারণ জেনেও বৃক্ষতলে।
তত্ত্ব-কথনে আল্লাহ বিনা কে প্রজ্ঞাময়?
স্খলন ঘটালো শয়তান নারী ও নরের।
[পেট্রার্কান সনেটঃ abbaabba cdecde]