পাত্তা পাত্তা বুটা বুটা হাল হামারা জানে হে

[ পাত্তা পাত্তা বুটা বুটা হাল হামারা জানে হে
জানে না জানে গুল হি না জানে বাগ তো সারা জানে হে ]
পত্র-পল্লব বোটা বোটা আমায় হালছাড়া জানে যে          
কে না জানে গোলাপ জানে না, বাগান তো সারা জানে যে      

[ আশিক সা তো সাদা কোই আওর না হোগা দুনিয়া মে
জি কে যিয়াঁ কো ইশক মে উস কে আপনা ভারা জানে হে ]
প্রেমিকের চে সরল আর কেউ হয়না এ সংসারে      
হৃদয় ক্ষরণ সে প্রেমের তুঙে প্রাপ্তি-ভারা জানে যে    

[ চারাগরি বিমারি-এ-দিল কি রোসম-এ-শহর-এ-হুসন নেহি
ওয়ারনা দিলবর-এ-নাদান ভি ইস দরদ কা চারা জানে হে ]
চিকিৎসায় রোগী এ দিলটা রূপনগরে নেই প্রতীতি  
না-হলে সরল প্রেমিকজন এই ব্যাথার চারা জানে যে  

[ কিয়া হি শিকার-ফারেবি পর মাগরুর হে ও সায়্যাদ বাচা
তাইর উড়তে হাওয়া মে সারে আপনে আসারা জানে হে ]
শিকার কি এক ছলাকলা, বেঁচে রয় শুধু শিকারী ?  
পংখি উড়ে হাওয়ায় একথা বেড়ি-বেড়া জানে যে    

[মেহর ও ওয়াফা ও লুৎফ ও ইনায়েত এক সে ওয়াকিফ ইন মে নেহি
আওর তো সব কুচ তনয ও কেনায়া রময ও ইশারা জানে হে ]
করুণা, আস্থা, প্রেমে অর্জন এ কিছুতে নেই গতি  
বাকী সব তো ছলা-কুতর্ক ইঙ্গিত ইশারা জানে যে  

[ তিশনা-এ-খুন হে আপনা কিতনা মীর ভি নাদান তালখি-কাশ
দুম-দার আব-এ-তেগ কো উস কে আব-এ-গাওয়ারা জানে হে ]
আর কতো নিজ রক্ত-পিপাসা, 'মীর' বোকারাম, রসহীনের !
বলশালী ধার-তলোয়ার সেই রসের ফোয়ারা জানে যে


(অনুবাদে গজলের আঙ্গিক অনুসরণ করা হয়েছে)

নিউইয়র্ক
১১ নভেম্বর, ২০১৭