কোথাও যাচ্ছি বলে মনে হয়
কোথাও যাচ্ছি বলেই তো মনে হয়
আনমনে চলা; আষ্টেপৃষ্ঠে গুপ্তিক্ষত
তমসারাতে এবড়োখেবড়ো টেরিকাটা পথ
বোধের গহনে আমি ও আসন্ন সময়
পিঞ্জরে ত্রস্থ শঙ্কিত দখিন নিলয়
যেখানে গুমখুন হতে হয় ভিন্ন মত
নিজের খেয়ে সেই বিপ্লবী নেতার মতো
চায় যে তাড়াতে মোষ পুঁতির আলোয়
ডিভানে হাতড়ে পাওয়া স্বীয় প্রজ্জ্বলনে
আপন গুনাহ ছাড়া আছে খাঁটি কিছু?
কই বা সুরক্ষিত এ বিকেলে সুকৃতি নিজের?
আরশিতে জম্পেশ বিম্বে, কর্মধনে
খসে আছে দেহের উপরে মাথা নিচু
আলোটুকু কাছের মানুষের, কিংবা পরের