আল্লামা ইকবাল তখন লন্ডনে ছিলেন। ছেলে জাবেদ ইকবাল তার জন্য একটা গ্রামোফোন কিনে আনার আবদার জানিয়ে বাবাকে পত্র লিখলেন। উত্তরে বাবা ছেলেকে লিখে পাঠালেন একটি কবিতা।
সেই কবিতা ‘জাবেদ কে নাম’ এখন ইতিহাস।
জাবেদের প্রতি
********
ইশকের অঙ্গণে নিজ অবস্থান তৈরী হোক
নতুন সময়ে নতুন সকাল-বিকাল তৈরী হোক
আল্লাহ যদি উপহার দেয় তোমাকে হৃদ-প্রশান্তি
টিউলিপ ও গোলাপ সম প্রগাঢ় বয়ান তৈরী হোক
নিতে পারবেনা পশ্চিমা কাঁচ-শিল্পের সৌজন্য
হিন্দের মাটিতে নতুন পেয়ালা-জাম তৈরী হোক
আমি আঙ্গুর-শাখা; ফল আমার টাটকা গযল
এই ফল হতে সুরা টিউলিপ-লাল তৈরী হোক
বৈভব মন্ডিত রাস্তা আমার নয়; বরং দরিদ্রের
হৃদয়-বাণিজ্যে নয়; দারিদ্র্যে সুনাম তৈরী হোক
ভাবানুবাদ - ওবায়দুল্লাহ মনসুর
------------------------------------------
মূল কবিতা --- আল্লামা ইকবাল
জাবেদ কে নাম
*********
দায়ারে ইশক মে আপনা মাকাম পয়দা কর্
নয়া যামানা নয়ে সুবাহ ও শাম পয়দা কর্
খোদা আগর দিলে ফিৎরত শানাস দে তুযকো
সুকুতে লালা ও গুল সে কালাম পয়দা কর্
উঠা না শীশাগরানে ফারাঙ্গ কে এহসান
সিফালে হিন্দ সে মীনা ও জাম পয়দা কর্
মেয় শাখে তাক হুঁ; মেরি গযল হে মেরি সামার
মেরি সামার সে মেয়ে লালায়ে ফাম পয়দা কর্
মেরা তারিক্ব আমিরী নেহি; ফাকিরী হে
খুদি না বেঁচ; গরিবী মে নাম পয়দা কর্