হারালে কোন তপোবনে?


দু’হাতে সাঁতরে পুকুর কিছুই বুঝিনি বেলতলায়
হর্ষের উঠানে রবির দুপুর হয়ত অসত্য ছিলনা
তেমনি বুলুর গর্বিত লেজের পেন্ডুলাম দোলায়
হিল্লোলিত হওয়া, প্রাক-বিবাহ কালে আটখানা
মিউঁ মিউঁ সন্ধ্যায় যমিরকে বগলে রেখে দুই চোখ
পরিতৃপ্ত হতো হেমলেট মেল গিবসন সংস্করণে
তুমিই তো বলেছিলে আমার মির্যা গালিব অসুখ
হা ভিসিআর, হা যৌবন, হারালে কোন তপোবনে

একালে আমাকে সালাম করেনা রূপসী ওমরাও
উর্দু আদাবে আপ্যায়ন করেন না ফরিদা খাতুন
সা’দ তুমি বলেছিলে আমার মায়ের কাছে যাও
ভাজতে উর্দু, যা শিখেছো চাচির আঁচলে নতুন
        ‘রগোঁ মে দৌড়তে ফিরনে কে হাম নেহি ক্বায়েল’
         তুমি নেই বন্ধু; আমি আজো গালিবে ঘায়েল


(শেক্সপিয়ারিয়ান সনেট)
নিউইয়র্ক, ২৯ অক্টোবর, ২০২০