লাগতা নেহি হে দিল মেরা উজড়ে দায়ার মে

[ লাগতা নেহি হে দিল মেরা উজড়ে দায়ার মে
কিস কি বানি হে আলম-এ-নাপায়দার মে ]
মানেনা হৃদয় আমার এই বিভুঁই নগর পরে
কার জমেছে বলো সময়ের পলকা গতর পরে

[ কেহ দো ইন হাসরতোঁ সে কাহি আওর যা বসে
ইতনি জাগাহ কাহাঁ হে দিল-এ-দাগদার মে ]
বলে দাও স্বপ্নগুলোকে উড়ে যাক দূরবনে
এটুকু জায়গা কোথায় এ দগ্ধ অন্তর পরে

[ কাঁটো কো মাত নিকাল চেমন সে ও বাগবান
ইয়ে ভি গুল কে সাথ পালে হে বাহার মে ]
কন্টক শূন্য করোনা বাগানকে, প্রাজ্ঞ মালী!
কাঁটা ও গোলাপ বেড়েছে ঐ বসন্ত প্রহর পরে

[ উমর-এ-দারাজ মাঙ্গ কর লায়ে থে চার দিন
দো আরযু মে কাট গায়ে দো ইন্তিজার মে ]
দীর্ঘ জীবন আমি চেয়ে এনেছিলাম চারদিন
দু'দিন স্বপ্নে কেটেছে, দু'দিন অপেক্ষার পরে

[ বুলবুল কো বাগবাঁ সে না সায়্যাদ সে গিলা
কিসমত মে কয়েদ লিখি থি ফাসলে বাহার মে ]
বুলবুলির - নয় মালীকে, না শিকারীকে অভিযোগ
ভাগ্য-লেখায় ছিলো শৃংখল বসন্তের পরে

[ কিতনা হে বদনসীব 'জাফর' দাফন কে লিয়ে
দো গজ যমীন ভি না মিলি কুয়ে ইয়ার মে ]
কতো যে অভাগা জাফর! নিজের দাফনের জন্যে
দু'গজ যমীন জুটলোনা বন্ধুর-শহর পরে !

নিউইয়র্ক
১৫ নভেম্বর, ২০১৭