লা ফির একবার ওহি বাদা ও জাম আয় সাকি

[ লা ফির একবার ওহি বাদা ও জাম আয় সাকি
হাত আ যায়ে মুঝে মেরা মাকাম আয় সাকি ]
ফিরিয়ে দাও একবার ঐ সুরা ও জাম, হে সাকি!
মুঠোয় পেতে চাই আমি আমার মাকাম, হে সাকি!

[ তিন সো সাল সে হে হিন্দ কে মেয়-খানে বন্ধ্
আব মুনাসিব হে তেরা ফায়েয হো আম আয় সাকি ]
তিন শ বছর হলো ভারতের শুঁড়িখানা বন্ধ
ন্যায় হয় হলে তোমার সাফল্য আ'ম, হে সাকি!

[ মেরি মিনা-এ-গজল মেয় থি যারা সি বাকী
শেখ কেহতা হে কি হে ইয়ে ভি হারাম আয় সাকি ]
আমার গীত-ভান্ডে সুরা ছিলো একটুখানি বাকি
শেখ বলে গেলেন ঐটুকু পূর্ণ হারাম, হে সাকি!

[ শের মরদোঁ সে হুয়া বেশা-এ-তাহকিক তাহি
রহ গায়ে সুফি ও মোল্লা কে গোলাম আয় সাকি ]
ঘুরে বেড়ায়না বনে সিংহ-হৃদয় লোকেরা আজ
রয়ে গেছে সুফি আর মৌলভীর গোলাম, হে সাকি!

[ ইশক কি তেগ-এ-জিগর-দার উড়া লি কিস নে
ইলম কে হাত মে খালি হে নায়াম আয় সাকি ]
ভালোবাসার  উষ্ণ তরবারি ছিনিয়ে নিয়েছে কে?
জ্ঞানের হাতে আজ কেন শূন্য কাঠাম, হে সাকি!

[ সিনা রওশন হো তো হে সোয-ও-সুখন আইন-এ-হায়াত
হো না রওশন তো সুখন মর্গ-এ-দাওয়াম আয় সাকি ]
সিনা আলোকিত হলে কাব্য-কলায় নব-যৌবন
না হয় বিকিরণ তো কথা মৃত্যু-অবিরাম, হে সাকি!

[ তু মেরি রাত কো মাহতাব সে মাহরুম না রাখ
তেরি পেয়মানে মে হে মাহ-এ-তামাম আয় সাকি ]
তুমি এ রাতকে জোছনা থেকে করোনা গুম-খুন
তোমার পেয়ালায় চাঁদে পূর্ণ-পরিণাম, হে সাকি!

(অনুবাদে গজলের আঙ্গিক অনুসরণ করা হয়েছে)

নিউইয়র্ক
২৩ নভেম্বর, ২০১৭