(গযল আঙ্গিকের কবিতা)

খন্ড-বিখন্ড হৃদয় জোড়ে এঁকে নেবো কি এক পতাকা আমার?
ব্যথার শৈলীতে আমি মশগুল, আর মশগুল দুই মালাকা আমার

পালিয়ে বেড়াই তার থেকে যেখানে হচ্ছে চিহ্নিত গৌরব
এক বিজয়ের ভার না সইতেই আবারো তৈরি পরীক্ষা আমার

কে তুমি ডাকলে নাম ধরে নতুন ক্রান্তিতে, হে উলিল আমর!
বিষ-নিশ্বাসে কাঁপে থর থর নিঝুম বুকের এলাকা আমার

এসেছে এসেছে শুনেছি গল্প অনমনীয় বাগবানতার
আহা একটিবারও হয়ে যেতো তার সাথে যদি দেখা আমার

উত্তোলিত যত গর্জন - ধ্বজমূল প্রোথিত আর্তের জঠরে
মানুষজন্মে এ-ভূখন্ডে কার আসে-যায় থাকা না-থাকা আমার

এখনো ওড়েনি আকাশে পায়রা, ভাঙেনি জনতার শৃংখল
কাতরায় ম্রিয়মাণ বুড়িগঙার পারে রাজধানী ঢাকা আমার

মনসুর, বলো দৃঢ় প্রত্যয়ে এইবার দাবি শুধু একটি দফা
আমার চিন্তার মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদেয় দিতে যোলেখা আমার

__________
নিউইয়র্ক
ডিসেম্বর ১৬, ২০২২