এখন আমাকে প্রতারক বলা শুদ্ধ কাজ;
বন্দি আমি তোমার ক্রুর আঁকাজোঁকা ছকে।
যে অংগীকার করা হয়েছিল একদিন মাকে,
যে দেশলাই ঠুকেছিলেন কবি আহমদ ফারাজ,
সেই চিহ্ন বুকে রেখে যেখানে দাঁড়ায়েছি আজ।
এক এক কণা তার হয়ত হাসেনি আলোকে,
তবু তো অশ্রুর ফোঁটা আস্তিনে গিয়েছে এঁকে
লন্ডভন্ড স্রোতে দৃঢ়-প্রতিজ্ঞ আলফাজ।
যদি তোমার গাঙ বয়না সোনারগাঁ’র পাশে,
আমার প্রেমের নৌকা ভিন ঘাটে পাবে নিস্তার;
মুসাফির মনে গল্প লেখার সাধ খান খান
ছিটকে যাবে গিফারির দুর্গম ধূ ধূ মরুবাসে।
যদি তোমার কাঙনে নেই সুর পথ দেখাবার,
কী আলো দেখাবে এ বয়সের ম্রিয় উপাখ্যান?