ধর্ষণের বর্ষণমুখর সন্ধ্যায়
[শহীদ আবরার স্মরণে]

উন্নয়ন যে সংখ্যাতত্ত্বে গোল্লা জুড়ে
খাড়া পার হয়ে যায় সাঁকোর ভিতে মোল্লা জুড়ে

কণ্ঠে স্লোগান পাড়া-পড়শিকে ঠকিয়ে দেয়ার
ভূয়াঁ নাম যতো সব বয়ে বেড়ায় কল্লা জুড়ে

দিনে দিনে ভাজা হয়ে গেছে ধ্বজ বাবা-দর্শন
ধর্ষক যেটা লালন করছে মহল্লা জুড়ে

একদিন ছিলো ভূমিকে স্বর্গ বানাবার বোল
মুন্ডুহীন মতে হেসে-খেলে দাও আল্লা জুড়ে

উহ্ বললেই দেখে নেয়া হয় পুষ্পের কীট
দেয় সোনার ছেলেরা জয়বাংলা হল্লা জুড়ে

এই দুখের বাটাম বুঝবেনা সেই ব্যথাকার
যার যজ্ঞ জ্বলে আমার শিরার জেল্লা জুড়ে

খানাতল্লাস করলে জাতি-ইতিহাসের বুঝবে
কী অপূর্ব খালিপায় চলা বায়তুল্লা জুড়ে!

সীসাঢালা বুক ভেঙ্গে হইতো কি বেহায়া ফাঁক
দিলে শক্ত হাতে দ্বীন-রাজনীতি পাল্লা জুড়ে?

স্বাধীনচেতা লোকেরা চায়না ভূতের রাজ, দেখো
'শহীদ আবরার' নিশান উড়ায় কেল্লা জুড়ে

--------
(গযল আঙ্গিকের কবিতা)