ওস্তাদ দাগ দেহলভীর গজল
( ভাবানুবাদ )
তোমহারে খত মে নয়া এক সালাম কিস কা থা
[ তোমহারে খত মে নয়া এক সালাম কিস কা থা
না থা রাকিব তো আখির ও নাম কিস কা থা ]
তোমার এ পত্রে নতুন এক সালাম ছিলো কার?
প্রতিনায়ক নয় তো ফের্ এই নাম ছিলো কার?
[ ও কাতল কর কে মুঝে হর কিসি সে পুচতে হে
ইয়ে কাম কিসনে কিয়া হে ইয়ে কাম কিস কা থা ]
সে হত্যা করে আমাকে লোকেদেরে করে প্রশ্ন
এ কাজ করেছে কে, বলো, এই আকাম ছিলো কার?
[ ওয়াফা করেঙ্গে নিভায়েঙ্গে বাত মানেঙ্গে
তুমহে ভি ইয়াদ হে কুচ ইয়ে কালাম কিস কা থা ]
ভরসা রাখবো, গতিশীল হবো দৃঢ় আনুগত্যে
তোমারও মনে পড়ে কিছু কি ঐ কালাম ছিলো কার?
[রাহা না দিল মে ও বেদরদ আওর দরদ রাহা
মুকিম কউন হুয়া হে মাকাম কিস কা থা]
রইলোনা হৃদয়ে পীড়ক; রেখে গেছে ব্যাথা অপার
কে ছিলো ওখানে দৃঢ়তর, ঐ ফোরাম ছিলো কার?
[ না পুচ-গাচ থি কিসি কি ওয়াহা না আভাগাত
তুমহারি বযম মে কাল ইহতেমাম কিস কা থা ]
ছিলোনা অবকাশ কথনে কারো, না আতিথেয়তার
তোমার জলসায় কাল মহা-ধুমধাম ছিলো কার?
[ তামাম বযম যিসে সুন কে রাহ গায়ী মুশতাক
কহো ও তাযকিরা-এ-না-তামাম কিস কা থা ]
ভরা জলসা যে ফিরিস্তি শুনে হলো আচ্ছন্ন
বলো, সেই চর্চা প্রেষণে ব্যর্থকাম ছিলো কার?
[ হামারে খত কে তো পুরজে কিয়ে পড়া ভি নাহি
সুনা যো তু নে বা-দিল ও পায়াম কিস কা থা ]
টুকরো টুকরো হলো না-পড়তেই চিঠি একবার
ধ্যান-জ্ঞান কেড়ে নেয়া ঐ পয়গাম ছিলো কার?
[ উঠায়ে কিউঁ না কায়ামাত আদুঁ কে কুচে মে
লিহায আপ কো ওয়াক্ত-এ-খিরাম কিস কা থা ]
নয় কেয়ামত কেনো খলনায়কের গলির ভেতরে?
কার অতিথি হলো যে হায়া, সংগ্রাম ছিলো কার?
[ গুজার গায়া ও জামানা কাহু তো কিস সে কাহু
খায়াল দিল কো মেরে সুবহ-ও-শাম কিস কা থা ]
হারিয়ে গিয়েছে সেই কাল, বলবো, তো কা’কে বলবো?
অন্তরে আমার নিমগ্ন সকাল-শাম ছিলো কার?
[ হামে তো হযরত-এ-ওয়ায়েয কি যিদ নে পিলায়ি
ইয়াহাঁ ইরাদা-এ-শারব-এ-মুদাম কিস কা থা ]
আমাকে পান করায় বাকচতুর জনাবের জেদ
আড়ালে পরিকল্পনা যদি জানতাম ছিলো কার?
[আগর চে দেখনে ওয়ালে তেরে হাজারো থি
তাবাহ-হাল বহুত যের-এ-বাম কিস কা থা ]
যদি বিদগ্ধ চোখ ছিলো তোমাকে দেখার হাজার
ভাব সামিয়ানা তলে নষ্ট সরঞ্জাম ছিলো কার ?
[ ও কউন থা কি তুমহে জিস নে বেওয়াফা জানা
খায়াল-এ-খাম ইয়ে সাউদা-এ-খাম কিস কা থা ]
সে কে যে তোমাকে জেনেছে রাখোনা ওয়াদা?
পানশালায় সর্বসান্ত পরিণাম ছিলো কার?
[ ইনহি সিফাত সে হোতা হে আদমি মাশহুর
যো লুত্ফ আম ও করতে ইয়ে নাম কিস কা থা ]
ব্যবহার ঢঙে লোক হয় খ্যাত ভব-সংসারে
আর্তের তরে হলে প্রীতিটুকু ঐ নাম ছিলো কার?
[ হর এক সে কেহতে হে কিয়া ‘দাগ’ বেওয়াফা নিকলা
ইয়ে পুচে উন সে কুঈ ও গোলাম কিস কা থা ]
লোকেদেরে ডেকে বলছে কি ‘দাগ’ বিশ্বাসহন্তা ?
কেউ তাকে এ জিজ্ঞাসা করো সে গোলাম ছিলো কার?
(অনুবাদের ক্ষেত্রে গজলের আঙ্গিক অনুসরণ করা হয়েছে)
নিউইয়র্ক
৩০ অক্টোবর, ২০১৭