হাসরত মোহানীর গজল
চুপকে চুপকে রাতদিন আসু বাহানা ইয়াদ হে
[ চুপকে চুপকে রাত-দিন আসু বাহানা ইয়াদ হে
হাম কো আব তাক আশিকি কা ও যামানা ইয়াদ হে ]
লুকিয়ে লুকিয়ে রাত-দিন অশ্রু ঝরানো মনে পড়ে
আমার তো প্রণয়ের সেকাল এখনো মনে পড়ে
[ বা-হাজারা ইজতিরাব ও সদ-হাজারা ইশতিয়াক
তুয সে ও পেহলে পেহেল দিল কা লাগানা ইয়াদ হে ]
ঐ হাজারো আন্দোলন আর শত সহস্র অভিলাষ
তোর সাথে ঐ প্রথম প্রথম হৃদ খেলানো মনে পড়ে
[ খিঁচ লেনা ও মেরা পর্দে কা কোণা দাফফাতান
আওর দোপাট্টে সে তেরা ও মু চুপানা ইয়াদ হে ]
টেনে নামাতে ঐ আমার পর্দার কোণা অকস্ম্যাৎ
আর দোপাট্টায় তোমার ঐ মুখ লুকানো মনে পড়ে
[ দুপেহের কি ধূপ মে মেরে বুলানে কে লিয়ে
ও তেরা কোটে পে নাঙে পাওঁ আনা ইয়াদ হে ]
দ্বিপ্রহরে লু-হাওয়ায় আমার ডাকে দিতে সাড়া
ঐ তোমার এই বাটে শূন্য-পা বেড়ানো মনে পড়ে
[ বেরুখি কে সাথ সুননা দরদে দিল কি দাস্তান
ও কালায়ি মে তেরা কাঙান ঘুমানা ইয়াদ হে ]
বোধহীনতার সাথে শুনো এ হৃদয়-ব্যাথার উপখ্যান
ঐ তোমার কব্জায় নিপুণ কঙ্কণ ঘুরানো মনে পড়ে
[ ওয়াক্তে রুখসাত আলবিদা কা লাফ্জ কেহনে কে লিয়ে
ও তেরে সূখে লাবন কা থার থারানা ইয়াদ হে ]
যাবার বেলায় 'বিদায়' শব্দ উচ্চারণে বলতে গিয়ে
ঐ তোমার শুকনো ঠোঁটের থর থরানো মনে পড়ে
[ আ গায়া গর ওয়াসল কি শব ভি কাহি যিকরে ফিরাক্ব
ও তেরা রো রো কে মুঝ কো ভি রুলানা ইয়াদ হে ]
যদি কখনো মিলন-রাতে হয়ে যেতো বিদায় স্মরণ
ঐ তোমার কেঁদে কেঁদে আমায় কাঁদানো মনে পড়ে
[ চুপকে চুপকে রাত-দিন আসু বাহানা ইয়াদ হে
হাম কো আব তাক আশিকি কা ও যামানা ইয়াদ হে ]
চুপি চুপি রাত-দিন অশ্রু ঝরানো মনে পড়ে
আমার তো প্রণয়ের সেকাল এখনো মনে পড়ে
( অনুবাদে গজলের আঙ্গিক অনুসরণ করা হয়েছে )
নিউইয়র্ক
১২ নভেম্বর, ২০১৭