ব্রুকলীন ব্রীজ বাঁয়ে রেখে
শিউলিতলায় শিশিরের স্বপ্ন ভাঙায়ে নয়
এ যাত্রা, না শাখাবরাকের বিস্ফারিত চোখে
পারে, দূরে আকাশে ছিটানো অপূর্ব তোমাকে
দেখে চলা অংগীকার। যেটুকু না হলে আশ্রয়
থাকেনা অস্তিত্ব প্রযত্নদোলায়, কোন প্রতিনয়
করেনা আহ্বান মক্কল ছন্ন মনে জিজ্ঞাসাকে।
যদি হাঁটবোনা আর ব্রুকলীন ব্রীজ বাঁয়ে রেখে,
কী বাসনা বুকে আর? কোন বুকে, কোন অন্বয়?
আমি আইসা গেছি ধোঁকার হাটের রাস্তায়, যার
দু’ধারে প্রতারিতদের চিরাচরিত বধ্যভূমি
যে সমর ঘর জঙ্গমে ঘটা- তিনটি পক্ষের
বিশ্বাস, তার অনুশীলনের, কিছু প্রতিষ্ঠার
এখানে বেভুলে আমি-তুমি হবো ‘আমি’, কিংবা ‘তুমি’?
নাকি লীন হবো স্ফূর্তিতে, বাজার ব্যক্তিত্বের?
(পেট্রার্কান সনেট: abbaabba cdecde)