ভুলের পাগার

দিন বদলে তমসারাত সোনার গাঁর আজকাল
শ্বেত কাফনে দাসখত লেখা রোজগার আজকাল

চলি-ফিরি, খাচ্ছি-দাচ্ছি, মাসজিদে যাই-আসিও
বুকের তদারকি করে বন্ধুর ড্যাগার আজকাল

চিবোয় ধড় ও কলিজা যে, নয় সে দূর বনের
আমাদেরই সোনার ছেলেরা টাইগার আজকাল

স্থাপিত প্রসারিত হাতে রক্ত-মাংসের এক বুত
মানুষের সেজেছে পরওয়ারদেগার আজকাল

আসবে পারিজাত বেশে চৌকস গৃহকোণে শুনেছি
দিতে হচ্ছে অবারিত ভুলের পাগার আজকাল

গম্বুজতলে ধ্যানমগ্ন স্বঘোষিত সুফিগণ
বিপ্লবকে দেখছে মোল্লা ভালগার আজকাল

গৃহপালিত  ইমাম যদি কাফেলার  অধিনায়ক
কাতারের ধার ধারেনা এ গুনাহগার আজকাল

কেঁদোনা মা-বোন মেঠো পথের না দেখে গন্তব্য
চলছে নিলাম বিশ্বাসের জায়গার আজকাল

উচ্চকিত শোরে কপাট কতো গুড়াবে 'মনসুর'?
হয়ে রয়েছে পুরো দেশটাই কারাগার আজকাল

(গজল আঙ্গিকের কবিতা)
নিউইয়র্ক
৫/২০/১৩