আউশকান্দির দাদা কোথায় ?
( গজল )
অভয়ারণ্যে ফিকির আউশকান্দির দাদা কোথায় ?
স্থির তালপুকুরে মন-প্রসন্ন প্রিয়ংবদা কোথায় ?
ফিরছে ক্লান্ত, শ্রান্ত নীল-কণিকা দখিন দ্বারে, আর
বলা হলো আলো-হাতে খুঁজতে শান্তির সন্ধ্যা কোথায় ?
শহরের একপ্রান্ত নিজেই স্বয়ং বধ্যভূতল
নয় রিকয়েললেস রাইফেল-ভাবনা, রামদা কোথায় ?
পার হয়ে গিয়ে বাদল-ভেজা রাত, সংশয়ের প্রভাত
মৌন তীরের লক্ষ্য আমার বক্ষ হতে বাধা কোথায় ?
ফেঁড়ে আজ চোখের হিজাব মুক্ত দু’টি শহর যখন
এক হতে কদম্বতলে পঞ্চায়েতের দ্বিধা কোথায় ?
ভুল সবই ভুল নয়, তারো অধিক কিছু তত্ত্বকথা
দাঁড়িয়ে যাবে। ব্যাস, আরো কয়দিন ভাবো ফান্দা কোথায় ?
মনসুর, এ ক্ষণ বরং খুঁড়ে আপন কবর দেখার
হারালো কোন কুঠরে তৈরী আল্লাহর-বান্দা কোথায় ?
(গজল আঙ্গিকের কবিতা)
নিউইয়র্ক
১৬ই জানুয়ারী, ২০১৬