(গযল আঙ্গিকের কবিতা)
আরো বেঁচে থাকলে আরো লিখবো গযল যদি জানতাম
মগ্নতা মানে দুচোখে বিষ্টি-বাদল যদি জানতাম
টাপুর টুপুর পাতার জলের মতো রইবে ঈমানই
অভিযাত্রার পথে ব্রুট সম্বল যদি জানতাম
আম্রতলায় যেতাম কি তাগড়া পবন আস্বাদনে
আখেরে নফস কবলিত ঐ কুন্দল যদি জানতাম?
কতজন ছিল তন্দ্রাকাতর, খাড়া-হাত, গোল-টেবিলে?
কতো উড়ে আসা পৌষের পাখি বিহ্বল যদি জানতাম
সিদ্ধান্ত নেয়া হয়েছিল দৃঢ়তর ফযরে যখন
হবে ক্ষুৎ সাক্ষাত, সেও নলতল যদি জানতাম
যামানা বলে যাকে উন্মত্ততা, ভগ্নহৃদয়ে সেই
ভাঙা-গড়া প্রেমে চলবে মুসালসাল যদি জানতাম
শ্রেষ্ঠ ভায়েরা যাবে তীর তীব্র দ্রুত লক্ষ্যস্থলে
থাকবে পড়ে এই বিভাজিত বনতল যদি জানতাম
আমি টুঁটি চেপে দিতাম প্রথম ফাগুনের প্রার্থনাকে
ধ্বংসের কারণ হবে সেই লাল-ফল যদি জানতাম
মৃত্যুর আগে মরতোনা স্পন্দিত ক্বালব, মনসুর
যিকির নয় দুনিয়ার সাথে হরতাল যদি জানতাম