তেরে ইশক কি ইনতিহা চাহতা হু
কবি- আল্লামা ইকবাল
কাব্যগ্রন্থ- বাঙ্গ-ই-দরা
আঙ্গিক- গজল
***ভাগাত সিং জেল থেকে (৩ মার্চ, ১৯৩১) তার ছোট ভাইকে লেখা পত্রে এ গজলের শেষ পংক্তিগুলো কোট করেছিলেন।
-------------------------------
তোমার প্রেমের এবার প্রমাণ চাই
ও সাধু আমার! দেখোনা কী ধন চাই!
নিপীড়নের বা নিরাভরণের প্রত্যয়ে
ধৈর্য পরখে এক বৈরী তুফান চাই
স্বর্গ-সুখ হলে হোক সন্ধানীদের
আমি আন্দোলনের সন্নিধান চাই
ছোট্ট হৃদয়ে সাধ যে ঊর্মি-সফেন
সেই হারানো কীর্তির জয়গান চাই
দু-ঘড়ির অতিথি আমি এই সভায়
ভোরের প্রদীপের আশু নির্বাণ চাই
পূর্ণ মাহফিলে গুমর করেছি ফাঁস
হেন অবমাননার সাজা-বিধান চাই
( অনুবাদে গজলের আঙ্গিক অনুসৃত হয়েছে )
অনুবাদকঃ ওবায়দুল্লাহ মনসুর
নিউইয়র্ক; ১১ ই জানুয়ারী, ২০১৮
-------------------------------
মূল উর্দূ -
তেরে ইশক কি ইনতিহা চাহতা হু
মেরি সাদাগি দেখ কিয়া চাহতা হু
সিতম হো কি হো ওয়াদায়ে বেহিজাবি
কোই বাত সবর-আযমা চাহতা হো
ইয়ে জান্নাত মুবারক রহে যাহিদো কো
কি মেয় আপকা সামানা চাহতা হু
যারা সা তো দিল হু মগর শখ ইতনা
ওহি লান-তারানি সুনা চাহতা হু
কোই দিন কা মেহমাঁ হু আয় আহলে মেহফিল
চেরাগ-এ-সেহর হু বুঝা চাহতা হু
ভারী বযম মে রায কি বাত কেহ দি
বড়া বে-আদব হু সাযা চাহতা হু
--------------------