সুবর্ণরেখা,শরীরে তোমার জোয়ারের রোদ্দুর
কাঁকড় বিছানো এ ফাটা মাটির,স্বর্ণ বলির রেখা
শীর্ণ জলের ফোয়ারায়
মনমরা গাংচিল উড়ে যায়
সুবর্ণরেখা,তোমার মনে পলাশ রাঙা বসন্ত,
খেজুর আম কাঁঠাল ভরা অববাহিকা।
মহুয়া বনে ছায়ার কাছাকাছি
কখন যেন
মন কেমনের বিকেল নেমে আসে।
সুবর্ণরেখা,ওখানেই ঠিক ওখানেই ঋতুরা পথ ভুল করে বার বার।
বসন্তের বুকে তখন পলাশ টলমল।
মরা রোদের চড়া
আমরা যারা প্রেমিক
তোমার চলার পথে
মায়াময় দুপুরের মতো বড়োই তাৎক্ষণিক।