ভাবিতেছিলাম মনে,
দমকা হাওয়া বয়ে গেল
আমায় সঙ্গে নিয়ে ।
চলল সেথা যক্ষপুরে
হৃদয় উচ্ছাসিয়া
মোর মানসী সেখানেতে
থাকে উপাসিয়া ।
যাবার সময় দেখি
আগের মতই সব রয়েছে
শুনবে তুমি সখি।
ভরা নদীর বাঁকে
মেয়েরা যায় কলসি কাঁখে ।
বাজে কাঁকন বাজে
নূপুর সদা
পথের পর চরণখানি
পড়ে আধা আধা ।
ছোট্ট তরী বাঁধা নদী পাড়ে
খেয়ালি মাঝি গান গায়
বেখেয়ালি সুরে ।
দূর হতে শুনেছিনু
সে সুর গান
তোমারও হয়তো একই ভাবে
ছুঁয়েছিল মন প্রাণ ।
তুমিও হয়তো এসেছিলে
এই পথে
দুইটি পাখি বাসা বেঁধে
একই রকম আছে ।
আরও যদি শুনবে তবে
বলবো তোমায় শুধু
আবার যদি আসো পথে
মিলিয়ে দেখো কভু ।
সেই যেখানে গাছের ছায়ায়
আঁচল খানি পেতে
আমরা দুজন ঘুমিয়ে পড়ি
নূতন দিনের প্রাতে ।
নীরব তরু এখনও আছে
একই রকম বেঁচে
শুধু আঁচল খানি মিঠে ঝড়ে
কখন উড়ে গেছে ।
এপার নদী ওপার নদী
দূরেতেই বাস করে
আমি তো শুধু এসেছি
তোমায় দেখবো বলে ।
দেখা বুঝি হবে না আর
হয়তো তোমার সঙ্গে,
তুমি বুঝি এখন আছো
নানা পরিবন্ধে ।