এ শহর টাও বাঁচতে জানে
বাঁচতে জানে প্রবল ভাবে।
বর্ষায় আজ রূপ নিয়েছে
ঠাকুরমার ঝুলি থেকে।
জিয়নকাঠি মরণকাঠি
এখন নিজের কাছেই রাখে।
ইচ্ছে হলেই রাজকুমারী
ইচ্ছে হলেই রাঙা-বধূ
আপন করে নিজে গড়ে।
এ শহর টাও বাঁচতে জানে
বাঁচতে জানে প্রবল ভাবে।
শুষ্ক হয়ে গরম কালে
মাটির খানিক গন্ধ মাখে।
বসন্তে তার পলাশ পুটুস
আদর করে কাছে রাখে।
ছৌ-নাচেতে মন কাঁপায়
ধামশা তালের মাদলে।
এ শহর টাও বাঁচতে জানে
মহুয়া গন্ধে মাতালে
জড়িয়ে আপন মনের মানুষ
শীতের নরম চাদরে।
নিবিড় করে চুমু দেয়।
ভাঙা-রোদের মাদুরে।
এই খানেতে প্রেমিক আসে
একটু ভালোবেসে।
বসন্তে তার নানা রঙ
ছড়িয়ে ক্যানভাসে।
এমনি করেই সহজ-সরল
দিন ফুরিয়ে যায়।
রাজকুমারী,রাঙা-বধূর,
শান্ত-মরন এম্নি ঘনায়।।
✍✍মনপূরন মাহাত