শুধু দাঁড়িয়ে থেকো না,
সাহস আনো ডানা মেলো,
    আ
          কা
               শ
                      হও
ছুঁয়ে থেকে পার হও রোদ্দুর।

নুয়ে পড়ো নদীর কাছে
পাশাপাশি জড়িয়ে ধরার ভয়!
    চাঁ
           দ
                 নী
                      রাত
আঘাত পেলে দু-এক ফোঁটা অশ্রু!

চলতে চলতে অনেক দূর
গড়িয়ে গেলে নদীর মতো
        মি
             লি
                  য়ে
                       দেখো?
এখন তুমি পাহাড় ভালোবাসো!

দেখতে দেখতে সূর্যোদয়
ঘুমের নেশা রাত পেরিয়ে ভোর
        ফো
                নে
                      রা
                             লাপ
প্রথম প্রেমে কখন তুমি জড়িয়ে যাচ্ছ!