সেদিন পলাশী প্রান্তরে সন্ধ্যা ডুবে ডুবে,
এক বুক আশা নবাবের বুকে
পরাজিত ইংরেজ মুছে যাবে চিরকালের মতো।
হঠাৎ ক্রুর হাসি মীরজাফরের,
--জয়ী ইংরেজ বাহিনী।
রণক্লান্ত বিধস্ত সৈনিক আমি।
গুলির আওয়াজে শরীর রক্তাক্ত,
সেই শেষবারের মতো প্রেয়সীর সঙ্গে দেখা
বারুদের ধোঁয়ায় তখন ম্লান বিষণ্ণ রণক্ষেত্র।
তারপর যাযাবর বেশ-কয়েক শতাব্দীর,
কোথায় না ঘুরেছি…!!
গ্রামের পর গ্রাম,পাহাড় জঙ্গলে,
কাঁটা বনে ছিঁড়েছে সমস্ত শরীর।
পিছনে ফিরলেই জেগে ওঠে-
সেই রক্তমাখা পলাশী প্রান্তর আর মীরজাফরের হাহা ক্রুর হাসি।
এখনও ছিন্ন ভিন্ন করে আমাকে।