সে এক দারুন সময় ছিল প্রেমিক ছিলাম স্বদেশী
ফাগুনের এ মাতাল হাওয়া করেছে আজ বিদ্রোহী।
আঁচড় কাটে দিনের শেষে নদীর বুকে রাত্রি নামে
পলাশ রাঙা ফসিল ছবি আঁধার ঘরে বোবা সাজে।
নিয়ন আলোয় দেখতে পাবে ফুরিয়ে যাচ্ছে প্রতিবাদী
বিষাক্ত মন আঘাতে কাঁপে বিষাক্ত তার নীল শরীর।
ঋতুর শরীর ভাঙন ধরে,শীতের নদী দাবি রাখে
কালকে ফুলের বৃন্তরা ঠিক জানবে নতুন মাটির মানে।
কাঁপন ধরা উদাসী হাওয়া সূচ ফুটে তার ঘাসের বুকে
প্রতিবাদী মন ভালো নেই ধূলোর ঘ্রানে রক্ত ভাসে।
শিরায় শিরায় লড়াই চলে শিরায় জমে ব্যাকুলতা
স্লোগান স্লোগান কেবল স্লোগান ধ্বংস করো সীমা রেখা।
খেলার পুতুল কে ভেঙেছে কে ছিঁড়েছে ধানের শীষ
ফাগুনের এ আগুন দিনে ছিঁড়ে দাও তার মুখের বিষ।
তখন দারুন সময় ছিল প্রেমিক ছিলাম স্বদেশী
ফাগুনে এ আগুন দিনে পরিণতি শেষ বিদ্রোহী।