১
মাংসের দোকান
ঠেং আর মাথা কেটে,শিরদাঁড়া গুড়িয়ে দেওয়া হলো
দেহটা বিক্রি হলো অন্ধকারে।
২.
শহরের আকাশ ফুঁড়ে গজিয়ে উঠলো এক-দুটো বিল্ডিং
পাশের একতলা বাড়ি বহুকষ্টে
সাপের গর্তে আশ্রয় পেল।
৩.
আগুনে পুড়তে পুড়তে
মৃত্যু হলো সিগারেটের,সেই সময়
কিছু ধোঁয়া আকাশে সৌরভ ছড়ালো।
৪.
আলোর অভাবে একটা ফড়িং মারা গেল।
সবাই জানল-
সকালের অপেক্ষায় তুমি শান্তির ঘুম দিলে।
৫.বাবা
সমস্ত ছাদের ওজন
একটা খিলানের ওপর দাঁড়িয়ে
আমরা ছাদের ওপর দুমদাম ছুটে বেড়াই অহংকারে।
৬.অস্বক্ষুরাকৃতি হ্রদ
কুচ্ছিত কদাকার মেয়ের দেহে
ফুল ফোটালে,যৌবন আনলে ফিরিয়ে
অথচ তোমার সৌন্দর্য বহন করতে পারলো না নদী।
৭.চশমা
তোমার চোখে তাকাতে পারি না তাই আড়াল হই
৮.মা
সমস্ত কবিতা গুচ্ছের ভিত আর
আমার অসুখের খবর সেতু হয়ে
চালান দেয় বাবার কাছে