ছক ভাঙা বার্তা
শিশিরে শিশিরে জানান দেয়।
শরীর মুছে ফেলে জাম রঙ।
হিমেল হাওয়ার বেড়া ভেঙে
জোছনায় রোদ্দুর মাখে।
শ্বাসটুকু বালিতে চাপা পড়ে।
পাড় বাঁধা পাঁকে পাঁকে,
শ্যাওলা মিশে একাকার।
বাঁধানো দীঘির ঘাটে
পদচিহ্ন রেখে দিলে
বার্তা টুকু রটে যায় মিছে।
এসপার উসপার দাগ নিয়ে
অসহায় বাঁকা চাঁদ,আঁধারে মুখ গুঁজে।