মেঘকে কখনও ছুঁয়ে দেখবো না
বৃষ্টিকেও কিন্তু না।
হাতের ওপর হাত রাখবো
আকাশে শুধু চোখের প্রার্থনা।
মৃত্যুর কোনো জাত নেই
এ কেমন আঘাত দিয়ে গেলেন ঈশ্বর!
মাথার উপর অভিশাপ বোধহয় বাকি?
বিষাদ দুপুরে শান্ত নিরালা ঘর।
হাড়েরা হেঁটে চিতায় ওঠে গোঙানি থামে,তারপর-ভিটেমাটি গুলো ভাত ভেবে খান কাঙাল ঈশ্বর!