ছেলেটার পা বেড়িতে বাঁধেনি তখনও
নানান রকম স্বপ্ন করে ফেরি
ছেলেটার বুকে দারুন আগুন
ঝরনা,পাহাড়,এক গুচ্ছ নদী।
পাড়ায় পাড়ায় জমিয়ে নাটক,
পাড়ায় তখন নতুন বুলবুলি।
মুগ্ধ আকাশ ঝাঁকে কালো চোখে
ভিজে মনে ভাসিয়ে অলি-গলি।
এখন দেখি একাই করে বাস।
জংলা কখন পড়েছে সবুজ বনে
কাহিনী তার জানি না তো কিছু
ভালোবাসে তারাই শুধু জানে।
ছেলেটার পা শিকলে বাঁধেনি তখনও
নানান রকম স্বপ্ন করে ফেরি।
ছেলেটার বুকে তখনও সাঁঝের ফাগুন
ঝরনা,পাহাড়,গুচ্ছ কয়েক নদী।