সেদিন দুপুরে প্রথম দেখা হলে
আমি কিন্তু চেয়েছিনু তোমার পানে
হয়তো তুমি মুখ ফিরিয়ে নিলে
যে পথে গেলে, সে পথ ভরলো গানে ।
সে. ...ই যে, সেদিন দেখা হলে
তুমি চলেছিলে, নূপুর পড়েছিল খসে ।
ঘাড় ঘুরিয়ে চায়লে ফিরে ধীরে
জগৎ খানি ডুবলো অ...চিন পুরে ।
পথের ধারে ছিল না জনপ্রাণী
হৃদয়মাঝে বেজেছিল বাঁশিখানি।
ক...খন যেন থমকে গেছে বেলা
মৃদুমন্দ বাতাস খানিক এসে
জুড়েছিল বসে বাঁদিক একটু ঘেঁষে
জানিয়ে দিল লুকোচুরি খেলা ।
পথের পরে একটি চরণ রাখি
আলতো ছুঁয়ে কুড়িয়ে নূপুরখানি
মনের মাঝের গোপনকে ঢাকি
পরিয়ে দিলাম রাঙ্গাপায়ে আনি।
নূপুর তোমার দোলে রিনিকিঝিনি
তার...ই তালে দোলে ভুবনখানি।