শহরে আজ বৃষ্টি উৎসব,
চারিদিকে আঁধার নেমেছে হঠাৎ।
আরেকটু বৃষ্টি হোক,
সপ্নেরা আজ পরিণতি পাক।
সাদা মেঘের বিদ্যুৎ ঝংকারে
ধীরে ধীরে গুমোট হয়ে আসে।
মনে হয় লম্বা কালো চুল নিয়ে
এসে দাঁড়িয়েছ দরজার পাশে।
আরেকটু বৃষ্টি হোক শহরে
সৃষ্টিরা ধুয়ে মুছে যাক।
যা কিছু দন্ডায়মান চিরকালীন
তাই শুধু বেঁচে নিয়ে থাক।
হুহু করে বাতাস স্বপ্নকে
উড়ে নিয়ে যায়,
ভেঙে পড়া নিরিবিলি স্থানে।
তোমাকে নিয়ে গল্প জমায়।
তুমি আমি ভিজে যাবো আজ
নতুন বৃষ্টির কণায় কণায়।
ভিজে যাবে এ শহর,
ভেসে যাবে সুদূর কল্পনায়।
আরেকটু বৃষ্টি হোক আজ
যখন সন্ধ্যা নেমে আসবে।
চুপিসারে তোমাকে নিয়ে
স্বপ্নেরা প্রেমের চিঠি পাঠাবে।
নির্জন নিভৃতে তুমি
পড়ে চিঠি খানি।
পাতায় পাতায় ছবি এঁকে
ঠিকানায় পৌঁছে দিবে আনি।
পড়বো চিঠি খানি,
অন্ধকারে মন যখন বাঁধবে।
পাপড়ি দেব মেলে,
কড়িকাঠ গুনে শব্দ তখন কাঁদবে।